শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কর্মসুচীর কারনে দেশব্যাপী কর্মহীন ঘরবন্দি শ্রমজীবী মানুষ, দরিদ্র ও দুস্থরা পড়েছেন বিপাকে। তাদের আয়-রোজগার নেই বললেই চলে। তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের সামনে পিরোজপুর সদরে কর্মরত ১৩ জন পত্রিকা হকারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন সদর উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন, এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, সহকারি কমিশনার (ভ ূমি) রামানন্দ পাল, পিআইও আমিরুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম সহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুরের ১৩জন সংবাদপত্র হকারের মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ ও ১ লিটার ভোজ্য তেল ও সাবান বিতরন করা হয়।
এর আগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা অসহায় শতাধীক দিনমজুর পরিবারের মধ্যে ব্যক্তিগত উদ্দোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় দৈনিক গ্রামের সমাজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ মশিউর রহমান মহারাজ।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চার কেজি চাল, ডাল, তেল, পেয়াজ, ও লবণ প্রদান করা হয়।