শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ করোনা সংক্রান্ত রোধে বাড়িতে অবস্থানের ঘোষনায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় সরকারের পাশাপাশি উপজেলার নদমুলা গ্রামের এবিএল এগ্রোফার্ম লিঃ নামের একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আসাদুজ্জামান এর ব্যক্তিগত সহায়তায় প্রায় শতাধিক দুঃস্থ ও দিনমজুর মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলেদেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভান্ডারিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন, পৌর আওয়ামালীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমীন আহম্মেদ, যুব নেতা মামুন তালুকদার ও নিজাম তালুকদার। আসহায় প্রতিজনের মাঝে ৭কেজি চাউল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১ লিটার তৈল ও ২টি সাবান বিতরণ করা হয়।