শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
মোঃ দেলোয়ার হোসেন নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি:
করোনা ভাইরাস (কোভিড-১৯)সক্রমন প্রতিরোধে বাজারে গমন নিরুৎসাহিত করতে, পিরোজপুর জেলার নাজিরপুরে হোম ডেলিভারি ভ্রাম্যমান বাজার চালু করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বৃস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান করোনা ভাইরাস (কোভিড-১৯)সক্রমন প্রতিরোধে বাজারে গমন নিরুৎসাহিত করতে।হোম ডেলিভারি ভ্রম্যমান বাজার হওয়াতে কাচা বাজার সহ নিত্যপ্রয়োজনীয় জিনিষ মোইলে কলদিলে আপনার বাড়ীর সামনে হাজির হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রাথমিক ভাবে ১কিঃমিঃ মধ্যে মোবাইল নাম্বারে কলদিলে চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় জিনিষ ও ভ্রাম্যমান কাচা বাজার নিয়ে আপনার বাড়ীর সামনে হাজির হবে।তিনি আরো জানান এই সার্ভিস ৯টি ইউনিয়নে চালু হবে প্রর্যায়ক্রমে। হোম ডেলিভারি এই নাম্বারে মুদি =০১৯১৬৪৭০৯১১ ডিম=০১৯৩৭৫৬৮৫০৯.ভ্রাম্যমান বাজার=০১৯৬৮৮০৪৮৩২