শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে সামাজিক দূরত্বের আইন অমান্য করায় কয়েকজনকে জরিমানা করেছে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর যৌথদল। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা করোনা ভাইরাসের সংক্রমন রোধের জন্য সচেতনতা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রচারণা চালিয়েছে এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ সহনশীলতা বজায় রেখে মুখে মাক্স পরে চলাচল করার অনুরোধ করেন। আজ রোববার সকাল ১১টার দিকে পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়ক এবং কাঁচা বাজারসহ বিভিন্ন স্থানে এ প্রচারণা চালানো হয়। এ সময় সাধারণ মানুষকে প্রয়োজন ব্যতিত বাহিরে ঘোরাফেরা না করার জন্য বলা হয়। সেনা বাহিনী দায়িত্বরত মেজর সাদিকুর রহমান জোহার নেতৃত্বে সেনা সদস্যদের সাথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। আইন অমান্য করায় এ সময় কয়েকজনকে জরিমানাও করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত।