শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
পিরাজপুর: পিরোজপুরের নাজিরপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তাবলীগ ফেরত এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো গ্রামটি লকডাউন করে দিয়েছেন প্রশাসন। বুধবার (৮এপ্রিল) ভোরে ওই বৃদ্ধের মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার শাখারিকাঠী ইউনিয়নের মাদুলিহারা গ্রামে।
স্থানীয় ও পরিবার সূত্র জানান, ওই বৃদ্ধ গত ৪ মাস ধরে দেশের বিভিন্ন স্থানে তাবলীগে ছিলেন। গত প্রায় ১০ দিন আগে তিনি বাড়িতে আসেন এবং ৬/৭ দিন ধরে তিনি জ্বর, গলাব্যাথা ও কাশিতে আক্রান্ত হন। বুধবার ভোরে তিনি মারা যান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলে বারি জানান, পরিবারের লোকজন বিষয়টি এড়িয়ে যেতে চাচ্ছেন। তাই তার নমুনা সংগ্রহের জন্য সেখানে লোক পাঠানো হয়েছে। তার নমুনা পরীক্ষার পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান গাউস জানান, ওই বৃদ্ধ গত প্রায় ১০ দিন আগে তাবলীগ থেকে এলাকায় আসার পর তাকে তার বাড়িতে কোয়ারেন্টেইনে থাকতে বলা হলে তিনি ২/৩ দিন ছিলেও কিন্ত হঠাৎকরে আজ ভোরে তার মৃত্যু হয়
থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে পুরো গ্রামকে লকডাইন করা হয়েছে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ ওবায়দুর রহমান জানান, ওই বৃদ্ধ মারা যাওয়ার খবর শুনেছি। তার কন্যাও অসুস্থ রয়েছেন। বিষয়টি ডিসি স্যার (জেলা প্রশাসক) মহোদয়কে জানানো হয়েছে। তিনি সম্ভাব্য যে সব স্থানে ঘোরা-ফেরা করেছেন সে সকল সকল স্থান সহ পুরো গ্রামটি লক ডাইন করার জন্য বলেছেন এবং তার কন্যাকে চিকিৎসায় পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।