মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নে ঢাকাস্থ শিয়ালকাঠী সমিতির সভাপতি হুমায়ূন কবিরের ব্যক্তিগত তহবিল থেকে এলাকার দিনমজুর, গরিব, অসহায়, হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে শিয়ালকাঠী ইউনিয়নের শতাধিক পরিবারে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন ঢাকাস্থ শিয়ালকাঠী সমিতির কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ শিয়ালকাঠী সমিতির সাধারণ সম্পাদক মোঃ লোকমান সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক নূরুল আমিন রিপন, মোঃ নাজির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমাতুল্লাহ্, ওবাইদুল রহমান, সমাজকল্যান সম্পাদক মহসিন তালুকদার প্রমূখ।
এব্যাপারে ঢাকাস্থ শিয়ালকাঠী সমিতির সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন বলেন, করোনা ভাইরাসের প্রাদূর্ভাব প্রতিরোধের জন্য সরকার সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার নির্দেশ দেন। যার ফলে এলাকার হতদরিদ্র দিনমজুররা কাজের জন্য ঘর থেকে বের হতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন। এ কারনে ঢাকাস্থ শিয়ালকাঠী সমিতির সভাপতির হুমায়ূন কবিরের পক্ষে আমরা তার ব্যক্তিগত তহবিল থেকে দেয়া খাদ্য সামাগ্রী এলাকার শতাধিক পরিবারে মধ্যে বিতরণ করেছি।