শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে চাল বিতরনের অনিয়মের অভিযোগে উপজেলার সদর ইউনিয়নের ডিলার মো. হাফিজুর রহমানের ডিলারশিপ বাতিল ও অর্থদন্ড করেছেন উপজেলা খাদ্যবান্ধব কমিটি। সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলা খাদ্যবন্ধব কর্মসূচীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দন্ডপ্রাপ্ত ডিলার হাফিজুর রহমান উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মেহেদি হাসান জানান, গত সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় বিতরনকৃত ১০টাকা মূল্যে চাল তদারকি করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ কমিটির সদস্যরা। তখন ২৪টি কার্ডের চাল বিতরনের অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ২৪ কার্ড জব্দকরে নিয়ে আসেন। তখন ওই সব কার্ডের বিপরীতে গত ২০১৮/১৯ সালের বিতরনকৃত চালের মাস্টার রোল ও তথ্যে গর মিল পাওয়া যায়। পরে তদন্ত করে দেখা যায় ওই ২৪ কার্ডে ১৪১০ কেজি চাল বিতরনে অনিয়ম করা হয়েছে। এ ঘটনায় ওই দিন রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সকলের সম্মতিতে ও বিধি অনুযায়ী চালের দ্বিগুন দাম হিসাবে ১ লাখ ২২হাজার ৬৪২টাকা জরিমানা ও ওই ডিলারের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত করা হয়েছে। একই সাথে পার্শ্ববর্তী ২নং আমড়াঝুড়ি ইউনিয়নের ডিলার সাঈদুর রহমানকে ওই ইউনিয়নের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা ওই ডিলারের ডিলার শিপ বাতিলের কথা স্বীকার করে জানান, চাল বিতরনের অনিয়নের তথ্য মিললে তার ডিলারশিপ বাতিল সহ অর্থদন্ড করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত ওই ডিলারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি চাল বিতরনে কোন অনিয়ম করেন নি দাবী করে জানান, আমি প্রতি মাসের শেষ দিন পর্যন্ত কার্ডধারীদের চাল দিতে দোকান খোলা রাখি। বিয়টি নিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্থা সহ তদন্তটিমকে আমি বিষয়টি বুঝাতে চাইলে তারা আমার কথায় কোন কর্নপাত না করে আমাকে অর্থদন্ড সহ ডিলারশিপ বাতিল করেন।