শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
কামরুল হাসান মুরাদ:: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ত্রানের চালের খোজে ঔষধ বিক্রেতার বাসায় তল্লাশি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুধবার (১৫এপ্রিল) দুপুরে ঔষধ বিক্রেতা জিয়ার লালমোহন হামিদ মহিলা কলেজ রোড সংলগ্ন ছোট্ট টিনছেট ঘরে ৫০ বস্তা চাল আছে বলে তল্লাশি চালায়।
ঔষধ বিক্রেতা জিয়া জানান, আমার ছোট্ট বাসায় ত্রানের ৫০ বস্তা চাল আছে বলে তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি চলাকালীন সময়ে আমি সোহাগ ক্লিনিক ফার্মেসীতে কর্মরত ছিলাম। বাসায় আমার বউ, বৃদ্ব মা-বাবা ও ৬ বছরের ছোট্ট মেয়ে ছিলো। বাসার সবাই তল্লাশি চলাকালীন সময় আতঙ্কিত হয়ে পরে। এমনকি আমার বাসার কোন সদস্য ঔ সময় আমাকে একটি ফোন দেওয়ার ও সাহস করেনি। দুপুর ৩ টায় সোহাগ ক্লিনিক থেকে বাসায় খেতে গেলে দেখি বাসা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বের হয়ে যাচ্ছেন। ঘরের মধ্যে গেলে বিষয়টি আমার পরিবার আমাকে বলেন। আমি তখন সোহাগ ক্লিনিকের মালিক মোঃ আহসান হাবিব সোহাগকে ফোন দিলে সোহাগ ক্লিনিকের মালিক আমার বাসায় উপস্থিত হন। বিষয়টি আমাদের কাছে খুব দুঃখজনক।
স্থানীয়রা জানান, জিয়ার ঘরে ৫০ বস্তা চাল আছে এ অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়ার বাসায় তল্লাশি চালান। জিয়া দীর্ঘ দিন রাজাপুর সোহাগ ক্লিনিকে শুনামের সাথে সেবা কার্য পরিচালনা করে আসছে। এ ঘটনায় স্থানীয়রা দুঃখ প্রকাশ করেন।