শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
বাজারে গমন নিরুৎসাহিত করতে ভ্রাম্যমান বাজারের উদ্যোগ নিয়েছে পিরোজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার পিকআপ গাড়ী ও অটোরিকশা করে বিভিন্ন এলাকায় সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রয় করা হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সম্মানিত নাগরিকগনের কথা বিবেচনা করে এবং বাজারে গমন নিরুৎসাহিত করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে এ ভ্রাম্যমান বাজার পরিচালিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এ কাজ পরিচালনা করছেন পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে পিরোজপুরবাসী। পিকআপ গাড়ী ও অটোরিকশা করে নিয়ে আসা সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বৃহস্পতিবার সকালে জেলা শহরের প্রাণ কেন্দ্র পাঁচ নম্বর ওয়ার্ডে সিআইপাড়া শেখ বাড়ী সামনে কেনাকাটার এ চিত্র।
এদিকে, পিরোজপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪ জনে। এদের মধ্যে দু’জন নারায়নগঞ্জ থেকে এবং একজন ঢাকার সাভার থেকে পিরোজপুরে এসেছে। এ আক্রান্ত রোগীর খবর পাওয়ায় উপজেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পিরোজপুরের বিভিন্ন এলাকায় ঢাকা, নারয়নগঞ্জ থেকে গত কয়েকদিনে স্থানীয় লোকজন বাড়ি আসায় করোনা ভাইরাস বিস্তার রোধ ও নিজেদের রক্ষার্থে উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় চলছে স্বেচ্ছায় লকডাউন। বাঁশ দিয়ে বিভিন্ন এলাকায় স্থানীয় গ্রামবাসী নিজ উদ্যোগে এ লকডাউন করছেন। গত কয়েকদিনে করোনা সংক্রমনের সংখ্যা ও এর কারনে মৃত্যুর সংখ্যা বাড়ার পর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন জেলায় চলে আসায় প্রশাসন কঠোর ভূমিকা পালন করছে।