শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়ায় আজ শনিবার দুপুরে মিঠু কবিরাজ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। সে শহরের টিএন্ডটি সড়কের মৃতঃ হাবিবুর রহমানের ছেলে। আহত মিঠু কবিরাজের স্ত্রী রিয়া আক্তার জানান, শনিবার দুপুরে তার স্বামী (মিঠু কবিরাজ (৩৮) নিজ বাসার সামনে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি স্প্রে করছিল এসময় প্রতিপক্ষ মৃত আঃ কাদের কবিরাজের ছেলে নজরুল কবিরাজ (৩৭), তার ভাই শহিদুল কবিরাজ (৪৫), শহিদুল কবিরাজের ছেলে রাহাত কবিরাজ ( ২৫), হারুন কবিরাজের ছেলে রাজু কবিরাজ (২৫) ও শাহজাহান কবিরাজের ছেলে রনি কবিরাজ (৩২) তার ওপর আতর্কিত হামলা চালায় এবং তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ওসি এস,এম মাকছুদুর রহমান জানান, মিঠু কবিরাজের ওপরে হামলার ঘটনা শুনেছি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।