শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
রেজাউল ইসলাম,মঠবাড়িয়া প্রতিনিধি
যেখানে সারা পৃথিবীর মানুষ করোনার থাবায় নাকানিচুবানি খাচ্ছে, সেখানে কিছু দুষ্ট মানুষ তুচ্ছ ঘটনার জের ধরে মঠবাড়িয়া সরকারী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি ফলপ্রার্থী সেতু আক্তার (১৬) ও তার পিতাকে গতকাল বৃহস্পতিবার দুপুরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনসহ ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষরা হামলা করে রক্তাক্ত জখম করে। ঘটনাটি ঘটেছে মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে। সরেজমিনে জানাগেছে, ওই দিন দুপুরে জলিল আকন তার বাড়ির সীমানায় বেড়া দেয়ার কাজ করতে গেলে তার বড় ভাই আফজাল আকন ও তার ছেলে রুম্মান আকন জলিল আকন (৪০) কে উৎশৃঙ্খল ভাষায় গালিগালাজ ও কাজে বাঁধা দিলে উত্তেজনার এক পর্যায় তারা ধারালো অস্ত্র দিয়ে জলিলের মাথায়-বুকে হত্যার উদ্দেশ্যে একাধিক কোপ ও সেতুর ডান চোঁখ ও মুখে লাঠির আঘাতে মারাত্নক আঘাত সহ বিভিন্ন স্থানে এলোপাথারী পিটিয়ে অচেতন করে মৃত ভেবে পালিয়ে যায়। সেতুর ডান চোখটি আশংকা জনক অবস্থায় রয়েছে। পরে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। উল্লেখ্য দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে পৈত্রিক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনা ঘটনায় স্থানীয় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।