শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
বকেয়া-বেতন পরিশোধের দাবিতে রাজধানীর আদাবরের রিং রোড এলাকায় শুক্রবার (২৪ এপ্রিল) সকালে পোশাক কারখানার শত শত শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, এমব্রয়ডারি কারখানার প্রায় এক হাজার শ্রমিক বেলা ১১টায় রিং রোডে জড়ো হয়ে সড়ক অবরোধ করে রাখে। আদাবর থানার ওসি শহীদুজ্জামান জানান, আদাবর এলাকায় প্রায় দেড় শতাধিক পোশাক কারখানা রয়েছে। ওসি জানান, ওই কারখানার শ্রমিকরা মার্চ মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করে। এক ঘণ্টা রাস্তায় অবস্থান করার পর তারা অবরোধ প্রত্যাহার করে এবং কর্মস্থলে ফিরে যায় বলে ওসি জানান।
এদিকে, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ায় গত কয়েকমাসে পোশাক খাতের শ্রমিকদের বিভিন্ন এলাকায় বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। দেশে শুক্রবার করোনায় নতুন করে চারজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ১৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৫০৩ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৮৯ জনে।
সুত্র bd24live.com