মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
ভারতীয় তারকা সাংসদ নুসরাত জাহান। তিনি টিকটক ভিডিও তৈরি করতে বরাবরই ভালোবাসেন। এই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে অন্যতম জনপ্রিয় তারকা তিনি।
কিন্তু বৃহস্পতিবার এক টিকটক ভিডিও-র সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন এই তারকা সাংসদ।
করোনাভাইরাসে সংকটের সময়ে জন প্রতিনিধি হিসেবে নুসরাতের এই ভিডিও নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন। কেউ কেউ ট্রোলও করেছেন বসিরহাটের তৃণমূল সাংসদকে। এর মাঝেই শুক্রবার মধ্যরাতে অনুরাগীদের রমজানের শুভেচ্ছা জানালেন নুসরাত।
ভিডিও বার্তায় সকলকে ‘বাড়িতে থেকেই ইবাদতের’ অনুরোধ জানান নুসরাত।
তিনি বলেন, আমরা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই পরিস্থিতি থেকে রেহাই পেতে হলে আমাদের বাড়ির ভেতরেই থাকতে হবে। আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে দু’হাত তুলে দোয়া করবেন গোটা পৃথিবী যেন এই করোনা নামক ভাইরাসের হাত থেকে রক্ষা পায়।… এই সময়টা একে অপরের পাশে থাকার সময়।.. .সবাইকে জানাই রমজান মুবারক’।
একদম সাবেকি সাজেই রমজানের শুভেচ্ছা বিনিময় করে নিলেন এই নায়িকা। গোলাপি সালোয়ার কামিজে রমজান করিমের শুভেচ্ছা জানালেন নুসরাত। শুক্রবার ভারতে রমজানের চাঁদ দেখা গিয়েছে।