মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
তরিকুল ইসলামঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৭ নম্বর গৌরিপুর ইউনিয়নে নতুন আরো ২ জনের শরীরে করোনাভাইরাস এর অস্তিত্ব পাওয়া গেছে। । এই নিয়ে ভান্ডারিয়ায় করোনা ভাইরাসে ৪জন আক্রান্ত। এর মধ্যে গৌরিপুর ইউনিয়নে ৩জন এবং ভান্ডারিয়া শহরের জামিরতলা এলাকায় ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হল। পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকায় ১৫ বছর বয়সী এক যুবক বাড়ীতেই ছিল। ঢাকা থেকে আসা লোকজনের সংস্পর্ষে এসে (কমিউনিটি ট্রান্সমিশনে) ঐ যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। চড়াইল এলাকায় যে ব্যাক্তি আক্রান্ত হয়েছে তার বয়স ২৫বছর। সে গাজীপুর জেলা থেকে বাড়ীতে এসেছেন। ২২ এপ্রিল দুজনের নমুনা বরিশালে পাঠনো হয় বলে জানান, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম।
পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, ২৪ এপ্রিল রাত সারে নটার দিকে রিপোর্ট পাওয়াগেছে বলে জানান সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান, ভান্ডারিয়ায় নতুন আরো ২ জনের শরীরে করোনাভাইরাস এর অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্ত দুজনের বাড়ী লকডাউন করা হয়েছে। এখন পর্যন্ত ভান্ডারিয়ায় করোনা ভাইরাসে মোট ৪জন আক্রান্ত। চারজনই সুস্থ আছে।
উল্ল্যেখ্য ১৩ এপ্রিল সোমবার প্রথম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা এলাকায় নারায়নগঞ্জ ফেরত একজন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গায় ১জন ও ভান্ডারিয়া শহরের জামিরতলায় ১জন এবং পিরোজপুর সদর উপজেলার বাদুরা এলাকায় ২জন সহ জেলায় সব মিলিয়ে ৭ জন আক্রান্ত হল।