শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডে রয়েল সিটি হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী সোনিয়া বেগমের (২৪) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জোছনা ঝালকাঠী সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের বাজিতপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানিয়েছেন।সোনিয়ার মা রহিমা বেগম জানান, সোনিয়ার অসহ্য পেটে ব্যথা হওয়ায় ওই ক্লিনিকের চিকিৎসক তানিয়া আক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ২৩ এপ্রিল ভর্তি করা হলে ডা. তানিয়া জানায়, জোছনার পেটের নাড়িতে প্যাচ পড়েছে। তার অপারেশন করতে হবে। এ জন্য সোমবার সকাল ৮টায় অপারেশন সময় নির্ধারণ করা হয়। ওই সময় ডা. তানিয়ার স্বামী ডা. মনিরুল আহসান অপারেশন করেন।রহিমা বেগম জানান, দুপুর ২টায় তারা আমাদের জানান রোগীর অবস্থা খারাপ, আপনারা এই টেস্টগুলো করান। টেস্টে আসে ১২ হাজার টাকা। আমাদের সন্দেহ হলে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। শেরেবাংলা মেডিকেলে নিয়ে যাবার পর জরুরি বিভাগের চিকিৎসক আমার মেয়েকে পরীক্ষা নীরিক্ষার পর বলেন- এ রোগীতো অনেক আগেই মারা গেছে। এরপর মেয়ের মরদেহ নিয়ে রয়েল সিটি হাসপাতালে আসি।এ ঘটনার বিচার দাবি করেছে সোনিয়ার মা জানান, তার মেয়ের মৃত্যুর জন্য দায়ি চিকিৎসক থেকে শুরু করে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার সহকারি পুলিশ কমিশনার মো. রাসেল আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে জোছনার স্বজন এবং ক্লিনিকের দায়িত্বরতদের সাথে কথা বলেছি। জোছনার স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ করা হলে সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ব্যাপারে কথা বলার জন্য ডা. তানিয়া ও ডা. মনিরুল আহসানের মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তারা রিসিভ করেননি।তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা দাবি করেন, এই মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়। রোগী ডাক্তারের সাথে যোগাযোগ করে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসা যা দেবার তারাই দিয়েছে।গত ২০ এপ্রিল সোনিয়া রয়েল সিটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসব করেন। ওই সিজারিয়ান করেছিলেন ডা. তানিয়া। এ কারণে সমস্যা দেখা দিলে তারা আবার ডা. তানিয়ার শরণাপন্না হন।
সুত্র বাংলাদেশ জার্নাল