শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
নাজিরপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নে ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদী হাসান রাসেল হাজরার অর্থায়নে করোনা ভাইরাস রোধে লকডাউনের কারণে কর্মহীন ১২ শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার আমতলা বাজারের সামাজিক দুরত্ব মেনে তার পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফ। প্রতি পরিবারে দেয়া খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও একটি সাবান।