শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে পিরোজপুর পৌর শহরের ৯ টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় ঘুরে তারা বিনামূল্যে সবজি বিতরণ করে। এ সব তরকারির মধ্যে রয়েছে ঢেড়স, করোল্লা, মিষ্টি কুমার, পটল, কাচা মরিচ, পুইশাক, এক প্যাকেট লবন সহ বিভিন্ন সবজি বিতরণ করা হয়। প্রত্যেক অসচ্ছল পরিবারকে বিনামূল্যে বিতরণ করছেন এসব সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিকুজ্জামান অনিক। অনিকুজ্জামান অনিক জানান, গত কয়েকদিন ধরে খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী বিতরন, কৃষকের ধান কাটার পাশাপাশি আজ বিনা মূল্যে সবজি বিতরন করে। মানুষকে বাসা থেকে বের হতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বের হতে পারছে না। অনেকে আর্থিকভাবে কষ্টে আছেন। তাদের কথা চিন্তা করে আমরা এ উদ্যেগ নিয়েছি। পুরাতন বাসষ্ট্যান্ড থেকে শুরু করে শহরের প্রধান প্রধান পয়েন্টে তাদের এ কার্যক্রম চলে। এ সময় অনিক জানায় পুরো রমজান মাস ধরে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল আলম খান রাসেল, আহসান মাতুব্বর সুমন, আলীম ইসলাম লিয়ন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমেন মোশেদ শুভ্র, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিবলী সাদিক অপু, কলেজ ছাত্র সংসদের ক্রিড়া সম্পাদক সিবলে সাদী শুভ সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ভ্যান গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পৌর শহরের বিভিন্ন এলাকায়।