বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
বিশ্বের বিভিন্ন স্থানের মতো দক্ষিণ আফ্রিকায়ও মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু তা অমান্য করে একটি মসজিদে জামাতে নামাজ আদায় করছিলেন কিছু মুসলিম। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কিছু মুসল্লিকে। গ্রেপ্তার অভিযানের সময় একজন পুলিশ কর্মকর্তা মহানবী হযরত মোহাম্মদ (স.)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনা প্রকাশ পাওয়ার পর মুসলিমদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ বাহিনী। অনলাইন বিবিসি এ খবর দিয়ে বলছে, শনিবার মপুমালাঙ্গা প্রদেশে এই ঘটনা ঘটে। সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে ২৪ মুসল্লিকে। ওই সময় একজন পুলিশ কর্মকর্তা মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে কিছু মন্তব্য করেন।
সুত্র মানবজমিন