মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে শেখ উজ্জল মিয়া (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার বরছাকাঠি এলাকায় মিলনের ডক ইয়ার্ডে ওই দুর্ঘটনা ঘটে। এলকাবাসি সুত্রে জানাগেছে, উজ্জল উপজেলার বালিহারি গ্রামে শশুরবাড়ি এলাকায় ভাড়ার বাসায় বসবাস করে ডক ইয়ার্ড শ্রমিকের কাজ করতো। ঘটনার দিন সকালে সে ডক ইয়ার্ডে কাজ করতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উজ্জল ঢাকার দোহার এলাকার মৃত শেখ ধলা মিয়ার ছেলে।