শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
২০১৯ বিশ্বকাপ জয়ের মেডেল হারিয়ে পাগলপ্রায় হয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার। পাগলের মতো খুঁজে যাচ্ছিলেন এক সপ্তাহ ধরে। সুখবর হলো, তার মেডেলটি অবশেষে খুঁজে পাওয়া গেছে। নিজে টুইট করে এই তথ্য জানিয়েছেন আর্চার। তার বেডরুমেই নানা জিনিসের মাঝে পড়ে ছিল মহামূল্য মেডেলটি।
ইতিহাসের সেরা ফাইনাল খেলে ২০১৯ বিশ্বকাপ জিতে নিয়েছে ইংল্যান্ড। সেটাও আবার প্রথমবারের মতো। বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তারকা পেসার জোফরা আর্চার। শিরোপা জয়ের স্মারক হিসেবে অন্যদের মতো তিনিও পেয়েছিলেন একটা মেডেল। কিন্তু বাসা বদল করতে গিয়ে সেটি হারিয়ে যায়। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল আর্চারের। ২০ উইকেট নিয়ে তিনি ছিলেন দলের সফলতম বোলার।
বিবিসির সঙ্গে আলাপচারিতায় একদিন আগেই আর্চার বলেছিলেন, ‘আমার একটি ছবি এঁকে উপহার দিয়েছিলেন একজন। দেয়ালে টাঙানো সেই ছবির ওপর মেডেলটি ঝুলিয়ে রেখেছিলাম। সম্প্রতি নতুন ফ্ল্যাটে উঠেছি। ছবিটা আবার দেয়ালে টাঙিয়েছি, কিন্তু মেডেল পাচ্ছি না। এক সপ্তাহ ধরে তন্নতন্ন করে সেটি খুঁজেছি। এখনও পাইনি। আমি জানি, বাসাতেই কোথাও না কোথাও সেটি আছে। খোঁজা তাই বন্ধ করছি না। তবে সত্যি বলতে, খুঁজতে খুঁজতে এর মধ্যেই প্রায় পাগল হয়ে গেছি।’