শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বে-সরকারি সামাজিক উন্নয়ন দুঃস্থ কল্যাণ সংস্থা (ডিকেএস)এর উদ্যোগে নোবেল করোনা ভাইরাস(কভিড-’১৯) মোকাবেলায় তার (আনোয়ার হোসেন মঞ্জু) নির্বাচনী এলাকা ১২৮,পিরোজপুর-২(ভা-ারিয়া-কাউখালী-ইন্দুরকানী উপজেলার) কর্মহীণ,শ্রমজীবী ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরনের উদ্যোগ নেয়া হয় ।
চলমান কার্যক্রমের দ্বিতীয় ধাপে গতকাল রোববার বিকেলে পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার তিনটি ইউনিয়নে বিতরনের মধ্যে ভা-ারিয়া সদরে পৌর শহরের সড়ক ও জনপদ বিভাগ প্রাঙ্গনে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম,পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী। গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভা-ারিয়া থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমান ,গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী এবং নদমুলা ইউনিয়ন সাইক্লোন সেল্টারে বিতরণ করেন নদমুলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার,জেপি নেতা মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার প্রমূখ। পৃথক ভাবে এসকল স্থানে সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র পক্ষে তার একান্ত সচিব মেজবা উদ্দিন উপস্থিত ছিলেন। এসকল স্থানে বিতরণ কাজে সহায়তা করেন সংস্থার প্রশাসনি কর্মকর্তা মুক্তিযোদ্ধা কাজী আতাহার হোসেন,মো. কবির হোসেন, উপজেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক মো. শাহ আলম সরদার, ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ন আহবায়ক আফজাল সরদার, সুজন তালুকদার দুঃস্থ নেত্রী মাহিনুর রুবী প্রমূখ।