শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
কাউখালী, (পিরোজপুর) সংবাদদাতা ॥ পিরোজপুরের কাউখালীতে প্রথমবারের মতো একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন পিরোজপুরের সিভিল সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ। আক্রান্ত ব্যক্তির (৭২) বাড়ি উপজেলার শিয়ালকাঠী গ্রামে। তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহামুদ রাসেল বলেন, গত সোমবার (২৭ এপ্রিল) সকালে কাউখালী উপজেলা থেকে ৭২ বছর বয়সী এক বৃদ্ধ আমার নিকট শ্বাসকষ্টের চিকিৎসা নিতে আসে। এ সময় তার নমুনা সংগ্রহ করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে ল্যাবের কর্মকর্তারা ঝালকাঠীর সিভিল সার্জনের কার্যালয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন উল্লেখ করে প্রতিবেদন পাঠায়। পরে ঝালকাঠী থেকে পিরোজপুর সিভিল সার্জনকে এ তথ্য জানানো হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাউখালী উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে রাত সাড়ে ৯টার দিকে সংশ্লিষ্টদের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তিকে তার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় তার আরেকটি বাড়ির দোতলায় একটি রুমে আইসোলেশনে রাখা হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, উপজেলার শিয়ালকাঠী গ্রামের করোনা রোগী শনাক্ত হওয়ার পর তার বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তি ও তার স্ত্রীকে তাদের আরেকটি বাড়ির আলাদা দু’টি রুমে আইসোলেশনে রাখা হয়েছে।