শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
গাজীপুরে ঘরে চিকিৎসা নিয়ে একমাত্র ছেলেসহ এক সাংবাদিক প্রাণঘাতী করোনাভাইরাসকে জয় করেছেন। সাংবাদিক ইকবাল আহমদ সরকার বেসরকারি টিভি চ্যানেল ৭১-এ কর্মরত। ১৪ এপ্রিল তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। পরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন। পরবর্তীতে ওই বাসার সবার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এ সময় তার ছেলের নমুনায় করোনা পজিটিভ আসে এবং অন্যদের নেগেটিভ আসে।
ইকবাল সরকার জানান, পরবর্তীতে গত ২৫ এপ্রিল এবং ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় দুইজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। ২৯ এপ্রিলও দুই জনের নমুনার ফল করোনা নেগেটিভ আসে।
তিনি আরও জানান, গাজীপুরের চিকিৎসকরা তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানোর কথা বলেছিলেন। কিন্তু তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাননি। নিজের ইচ্ছায় বাসায় থেকে অন্য চিকিৎসকদের সাথে পরামর্শ করে বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন।
গাজীপুরের সিভিল সার্জন ডা: মো. খায়রুজ্জামান বলেন, সাংবাদিক ইকবাল আহমদ সরকার ও তার ছেলে এখন আল্লাহর রহমতে করোনাভাইরাস মুক্ত।
গাজীপুরে বৃহস্পতিবার পর্যন্ত ৩৩২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।