মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ দেশজুড়ে করোনা ভাইরাসের লকডাউনে কাউখালীর পাটি শিল্প বিপর্যস্ত হয়ে পরেছে। শীত পাটির ভরা মৌসুম চলার সময় এমন অবস্থা ঘর থেকেই কেউ বের হতে না পারায় অর্ধশত পাটি শিল্প পরিবারের মাঝে নেমে এসেছে চরম হতাশা। অর্ধাহারে অনাহারে জীবন যাপন চলছে তাদের। এপর্যন্ত সরকারি খাদ্য সহায়তা একবার পেয়েছে যা, দুই দিনের মধ্যেই ফুরিয়ে যায় বলে যানান উপজেলার সুবিদপুর গ্রামের কমল পাটিকর। উপজেলার সুবিদপুর গ্রামের বৃটিশ অমল থেকে শীতল পাটি হিসাবে খ্যাত শতাধিক পরিবার বনের পাইত্রা গাছ সংগ্রহ করে পাটি তৈরি করে গ্রাষ্মী মৌসুমে ছয় মাস ধরে বিক্রী করতো। এবারে গ্রীষ্ম শুরুর সাথে সাথে করোনায় তাদের জীবন ও শিল্প ওলট পালট করে দেয়। ফলে বছর জুরে কি খাবে কিভাবে পরিবার, পরিজনদের নিয়ে সংসার চালাবে তা ভেবে পারছেন না পাটি শিল্পের সাথে জড়িত অর্ধশত পরিবার। আর্থিক সহায়তা না পেলে ধ্বংস হয়ে যেতে পারে শিল্পটি এবং ৫০টি পরিবারের ২শাতাধিক লোক বেকার হয়ে পড়বে।