মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
পিরোজপুর
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি এর ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় পর্যায়ে কর্মহীন মানুষের মাঝে বিতরনের জন্য ১৭ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট রোববার সদর উপজেলার টোনা ইউনিয়নে বিতরণ করা হয়। পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ হোসেন বলেন, মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ইতিপূর্বে প্রাথমিক পর্যায়ে তার নির্বাচনী এলাকার পিরোজপুর-১ সংসদীয় আসনের ২৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং এখন দ্বিতীয় পর্যায়ের ১৭ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হচ্ছে। টোনা ইউনিয়ন পরিষদ এর সামনে মন্ত্রীর পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, টোনা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগের, ছাত্রলীগের এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।