শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। তার নাম তোফাজ্জল হোসেন (৪০)। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
তার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছিল। করোনা নেগেটিভ হলেও হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি এসবির প্রোটেকশন শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
খিলগাঁও থানার (ওসি) মশিউর রহমান জানান, নিহত পুলিশ সদস্য খিলগাঁও তিলপাপাড়ার একটি বাসায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। সকালে পাঁচতলার ছাদে গিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তাও দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, গত ২৮ এপ্রিল ওই পুলিশ সদস্য করোনা পরীক্ষা করিয়েছিলেন। পরীক্ষায় নেগেটিভ এসেছে। তারপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন। ঘুমাতে পারতেন না। খাওয়া-দাওয়াও কমে গিয়েছিল। রবিবার রাতে পাঁচটি ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমাতে পারেননি। সকালে ছাদের চাবি নিয়ে গিয়ে তিনি লাফিয়ে পড়েন বলে পরিবারের দাবি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে কয়েকজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে সাড়ে ৮শ’র বেশি।