শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
করোনাভাইরাস ডিজিজ ২০১৯ (কভিড-১৯) সংক্রমণরোধে পিরোজপুর জেলা হাসপাতালসহ জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের স্বাস্থ্যসুরক্ষার লক্ষ্যে পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের নির্দেশে জেলা পরিষদের অর্থায়নে ৬০০ এন-৯৫ মাস্ক প্রধান করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকির হাতে এ মাস্কগুলো তুলে দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান।
বিতরণ অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি বলেন, বর্তমান অবস্থায় এন-৯৫ মাস্ক পাওয়া দুষ্কর ও ব্যয়বহুল। পিরোজপুরে এন-৯৫ মাস্কের অভাবে ডাক্তার ও নার্সরা করোনা ঝুঁকির মধ্যে ছিলেন। জেলা পরিষদের চেয়ারম্যানে উদ্যোগে এ মাস্ক পেয়ে এখন ডাক্তাররা নিরাপদে চিকিৎসাসেবা দিতে পারবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান জানান, পিরোজপুরে করোনাভাইরাস সংক্রমরোধ, নমুনা সংগ্রহ ও রোগীদের চিকিৎসার জন্য ডাক্তাররা কাজ করে যাচ্ছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের নির্দেশে জেলা পরিষদের অর্থায়নে ৬০০ এন-৯৫ মাস্ক প্রধান করা হলো। তিনি আরো জানান, জেলা পরিষদের উদ্যোগে এর আগে ডাক্তার ও নার্সদের স্বাস্থ্যসুরক্ষা উপকরণ প্রধান করা হয়েছে।