শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
মোঃ শামসুল আরেফিন, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ সিভিল সার্ভিস (লাইভস্টক) ক্যাডারের ১৯তম ব্যাচের কর্মকর্তা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহিষ উন্নয়ন প্রকল্পের পরিচালক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সোমবার (১১ মে) মন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে বলেন আল্লাহ তা’আলা তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। শোক বার্তায় মন্ত্রী বলেন, ‘ রফিকুল ইসলাম ছিলেন দক্ষ ও মেধাবী কর্মকর্তা। কর্মক্ষেত্রে তার অবদান তাকে স্মরণীয় করে রাখবে’। তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সব সদস্য গভীরভাবে শোকাহত। ১০ মে রাত আনুমানিক ১০টায় ঢাকার একটি হাসপাতালে রফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি লিউকেমিয়ায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।