সামসুল আরিফিন,নিজস্ব প্রতিবেদকঃ
শেখ ফজলুল হক মনির হাতে গড়া প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে।
কৃষি বান্ধব সরকার প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পিরোজপুর জেলা যুবলীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব আখতারুজ্জামান ফুলু। সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর নির্দেশে প্রাণঘাতী মহামারী করোনা (কোভিড১৯) ভাইরাসে অসহায় হয়ে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন।
কৃষকের মাঠের ধান যখন সোনালী রূপা ধারণ করে। এ সময় কৃষকের মুখে থাকে আনন্দের হাসি। পরিবারের সদস্যরাও থাকে নতুন ধানের আগমনের অপেক্ষায়। নতুন ধান গোলায় উঠলে পিঠা-পুলির উৎসব হবে। অনেক কল্পনা জল্পনা ও পরিকল্পনা থাকে তাদের মনে।
কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকটে জমির পাকা ধান কেটে ঘরে তুলতে না পারায় এইসব আনন্দ-উৎসব ও পরিকল্পনা কেড়ে নিয়েছে শাখারীকাঠী ইউনিয়নের নওশের আলী কৃষকের।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম বাপ্পীর কাছে কৃষক নওশের আলী শ্রমিক সঙ্কটে পাকা ধান ঘরে তুলতে পারছেন না বললে।
বিষয়টি উপজেলা যুবলীগকে অবহিত করলে উপজেলা যুবলীগের সম্মানিত সভাপতি এম খোকন কাজী। সাধারণ সম্পাদক বাবু চঞ্চল কান্তি বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম বাপ্পী,আব্দুল্লাহ আল মামুন। শাখারীকাঠী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক মিলন। সহ সম্পাদক কামরুল ইসলাম সোহেল, জিয়া সহ স্থানীয় অর্ধশতাধিক যুবলীগের নেতা কর্মী।
শ্রমিক সংকটে থাকা কৃষক নওশের আলীর এক বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন।
মহামারী করোনার ভিতর ক্ষেতের পাকা ধান নিয়ে কৃষক যখন চিন্তায় দিশেহারা তখনই নাজিরপুর উপজেলা যুবলীগ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আখতারুজ্জামান ফুলু। সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর নির্দেশে কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ায় নওশের আলী তাদের কাছে চির কৃতজ্ঞ।
কৃষক নওশের আলী আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া কামনা করে বলেন কৃষক, অসহায়, দুস্থ মানুষের অকৃত্রিম বন্ধু
বাংলাদেশ আওয়ামীলীগ ভবিষ্যতে আবারো যেনো সরকার গঠন করে দেশ ও জনগণের সেবা করতে পারে।