শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:- সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে ইছা মাস্টার বাড়ির মাদ্রাসা শিক্ষক নিজাম উদ্দিনের পৈতৃক জায়গা জোরপূর্বক দখল করে দালানঘর নির্মাণ করছেন জনৈক আবু ইউছুফ। বাদীপক্ষের মৌখিক অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী নিজাম উদ্দিন তার পৈতৃক সম্পত্তি যাহার তফসিল: জেলা- ফেনী, থানা- সোনাগাজী, মৌজা- বগাদানা, বিএস ২২১ নং খতিয়ানের ১৩৯ দাগে বাড়ী, ২০ শতক আন্দরে ১৪ শতক নালিশী ভূমি হয়। যাহার চৌহদ্দি : উত্তরে আবু আহমদ, দক্ষিণে রাস্তা, পূর্বে বশির আহমদ, পশ্চিমে নিজ। বিএস ২২১ নং খতিয়ানের ১৩৫/১৩৬ দাগের ০৬ শতক আন্দরে পশ্চিম পাশের ৩ শতক নালিশী ভূমি হয়। যার উত্তরে নুর আহমদ, দক্ষিণে নিজ, পূর্বে আবু আহমদ, পশ্চিমে ছালেহ আহমদ ও ইউছুফ। বাদী নিজাম উদ্দিন জানান- তার মরহুম পিতা নজির আহমদের সম্পত্তিতে সে দীর্ঘদিন মালিক ও দখলদার হিসেবে রয়েছেন। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী আবু ইউছুফ তার বাড়ীর মৃত সুলতান আহমদের ছেলে ছালেহ আহমদ থেকে জায়গা ক্রয় করে। ছালেহ আহমদের দখলকৃত দাগে দখল না নিয়ে জোরপূর্বক আমাদের ওয়ারিশী গাছ ও বাঁশ কেটে নিয়ে আমাদের জায়গায় দালানঘর নির্মাণ করিতে গেলে আমরা বাধা দিই। এতে বিবাদীপক্ষ আমাদের মারধর ও হুমকিধমকি দেয়। আমি আমাদের বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর অভিযোগ দিই। বিবাদীরা অভিযোগ নিষ্পত্তি না করে পুনরায় ১০/০৫/২০২০ইং জোরপূর্বক ঘর নির্মাণ কাজ করতে গেলে ১১/০৫/২০২০ইং আমার মা বিবি ফাতেমা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ SDR-592 দায়ের করেন। সোনাগাজী মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই নাছির উদ্দিন বিবাদীগণকে বিরোধ নিষ্পত্তি নাহওয়া পর্যন্ত দালানঘর নির্মাণ কাজ স্থগিত রাখতে মৌখিকভাবে অনুরোধ করেন। বিবাদীরা তাহা অগ্রাহ্য করে কাজ অব্যাহত রাখে। আমরা ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী ভূমিতে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিচার নিষ্পত্তি নাহওয়া পর্যন্ত নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করি। বিবাদীগণ আইনকানুনের তোয়াক্কা নাকরে তাদের দালানঘর নির্মাণকাজ অব্যাহত রাখায় আমরা অসহায় ও নিরুপায় হয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ সোনাগাজী মডেল থানা এবং উপজেলা ও জেলা প্রশাসনের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।