মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাতে একা পেয়ে পুলিশকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে । শুক্রবার (১৫ মে) চারজনকে আসামি করে একটি মামলা করেন টঙ্গীবাড়ী থানার কনস্টেবল মো. তানজিল হোসেন। মামলায় উপজেলা আওয়ামী লীগ সদস্য কবির খান ও তার ছেলে নাছির খানকে গ্রেফতার করে পুলিশ। কনস্টেবল মো. তানজিল হোসেন জানান, মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে বৃহস্পতিবার রাতে উপজেলা ভূমি অফিস সংলগ্ন রাস্তার উপরে তাকে একা পেয়ে তার উপর হামলা চালায় কবির খান, নাছির খান, সাব্বির খান ও রত্না কবির। পরে তাকে একটি ঘরে তালা দিয়ে আটকে রাখে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজন পলাতক রয়েছে।
সুত্র bd24live.com