শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা\ পিরোজপুরের কাউখালীতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফানের জলোচ্ছাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় তিনশত পঞ্চানটি পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। উপজেলার চিরাপাড়া ইউনিয়নের মাছ চাষী হাফিজুল হক ইউলেট মিয়া জানান, ঘর্ণিঝড় আম্ফানের জলোচ্ছাসে আমার দুইটি পুকুরের রুই, কাতলা, মৃগেল, চিতল, পাঙ্গাস ও তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। এতে আমার কমপক্ষে দুই লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এ ছাড়া শিয়ালকাঠী ইউনিয়নের আবুল বাশার জানান, আমার একটা পুকুরে প্রায় ১ লক্ষ টাকার শিং মাছ ও আরেকটি পুকুরে রুই কাতলা, কালি বাউশ ভেসে যাওয়ায় কমপক্ষে দেড় লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ফনি ভূষন পাল জানান, ক্ষতিগ্রস্থদের নামের তালিকা ও ক্ষতির পরিমান নির্ণয় করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরণ করা হবে।