শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
কাশিপুর থেকে উদ্ধার হওয়া নিহতের ঘটনায় এক কিশোরকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। নিহত সোনিয়ার স্বজনদের অভিযোগের ভিত্তিতে ওই কিশোরকে আটক করা হয়। আটকৃত শান্ত বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন কাগাশুড়ার আমিরগঞ্জ, এলাকার কামাল শেখের পুত্র।
আটকের বিষয়টি জানিয়েছেন নিহত সোনিয়ার মামা আব্দুল হাকিম। তিনি বলেন, অভিযুক্ত শান্তকে বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন বিমানবন্দর থানার এসআই দীপায়ন।
উল্লেখ, বরিশাল সদর উপজেলাধীন মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন কাশিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সারসী গ্রাম থেকে ২৬ মে সোনিয়া আক্তার (১৩) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শিশু সোনিয়া ওই গ্রামের আজহার খাঁনের মেয়ে।
আটক শান্তর সাথে আরও ৪/৫ জন বখাটে জড়িত রয়েছে বলে অভিযোগ করছেন সোনিয়ার স্বজনরা।
সোনিয়ার মামা হাকিম জানান, আমার ভাগনিকে প্রায়ই শান্ত নামের ওই ছেলেটি বিরক্ত করতো। বখাটেদের সাথে নিয়ে প্রেমের প্রস্তাবও দিয়েছে বহুবার।
নিহত সোনিয়ার মা বলেন, আমার মেয়ে কখনও আত্মহত্যা করতে পারেনা। আমার মেয়েকে শান্ত খুব বিরক্ত করতো। আমার কাছে প্রায় বলতো সোনিয়া। আমি বিষয়টি গুরুত্ব দেয়নি। তাই আজ আমার মেয়ের লাশ দেখতে হলো।