মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
ফেসবুকেনিজেরওয়ালে মাফ চেয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেয়ার ২ ঘণ্টার মধ্যে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত।
এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে তিনি ফেসবুক ওয়ালে লিখেন, ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। তার মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন তার সন্তান।
জানা গেছে, গত দুইদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, সাংবাদিক আবুল হাসনাতের শরীরে করোনা উপসর্গ ছিল। তিনি চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে কাজ করতেন।