শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে -মাহমুদ হোসেন পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভাণ্ডারিয়ার চাঞ্চল্যকর আসমা হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন
বন্ধুর লাশ ধানক্ষেতে ফেলে প্রেমিকা নিয়ে বন্ধুদের টানাটানি

বন্ধুর লাশ ধানক্ষেতে ফেলে প্রেমিকা নিয়ে বন্ধুদের টানাটানি

ধানক্ষেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ওই কিশোরের প্রেমিকাকে একটি হিজড়া পল্লী থেকে উদ্ধার করার পাশাপাশি নিহতের দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, মাদক সেবনের পর ওই কিশোর অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার কথা বলে নিয়ে গিয়ে ধানক্ষেতে ফেলে দেয় দুই বন্ধু। আর তার প্রেমিকাকে হিজড়া পল্লীতে রেখে আসে অন্য বন্ধুরা। তবে এই মরদেহ উদ্ধারের ঘটনায় আটক বন্ধুদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, বুধবার (১৮ মে) রাতে দিনাজপুর শহরের রামনগরের মানিকপীর নামক এলাকায় একটি বাড়িতে আনন্দ-ফুর্তির আয়োজন করে আরিফুল (১৮) ও তার বন্ধুরা। সেখানে পাঁচ বন্ধুর সঙ্গে ফেনসিডিল ও জুস পান করে অচেতন হয়ে পড়ে আরিফ। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার নাম করে মোটরসাইকেলেসহ লাপাত্তা হয়ে যায় তার দুই বন্ধু।

এদিকে আরিফুলের প্রেমিকা রেশমা আক্তার সিফাকে নিজের হেফাজতে নিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে অন্য তিন বন্ধু। পরে মধ্যরাতে সিফাকে হিজড়া পল্লীতে একজন হিজড়ার আশ্রয়ে তুলে দেয় তারা। খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ মে) ভোরে রেশমাকে উদ্ধার করে কোতয়ালি পুলিশ। অন্যদিকে সকালে নয়নপুর এলাকার ধানক্ষেতে অজ্ঞাত যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে রেশমার কাছে আরিফুলের শারীরিক এবং পোশাকের বিবরণ মিলিয়ে অজ্ঞাত লাশের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

হত্যার নেপথ্যের পুরো কারণ উদঘাটনের পাশাপাশি লুৎফর রহমান এবং বিপ্লব ডন নামে দুই বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য শাওন নামে আরেক বন্ধুকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থল মানিকপীরের ওই বাড়ি তল্লাশি করে আরিফুলের পরনের প্যান্ট এবং জুতাসহ আলামত উদ্ধার করা করা হয়। দুপুরে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত আরিফুল ইসলাম (১৮) সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের ওহাব উদ্দিনের ছেলে।

পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, নয়নপুর এলাকায় ফসলি জমিতে এক যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে সকাল ৮টায় অজ্ঞাত পরিচয় হিসেবে আরিফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। এর আগে আরিফুলের প্রেমিকা রেশমা আক্তার সিফাকে বাঙ্গীবেচার ঘাট এলাকার হিজড়া পল্লী থেকে উদ্ধার করা হয়। পরে তারা জানতে পারেন ওই মেয়ের বাড়ি ঘোড়াঘাট উপজেলার কালিতলা এলাকায়।

 

সুত্র bd24live.com

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana