শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
মীর জিয়া,কাউখালি(পিরোজপুর) প্রতিনিধি
কাউখালী উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জ্যোর্তিময় চক্রবর্তী রতন কোভিট ১৯ এ সনাক্ত হওয়ায় বরিশাল মেডিক্যাল হাসপাতালে আইসোলনে ভর্তি রয়েছে। গত শুক্রবার করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর পরই তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যালে আইসোলেনে রাখা হয়। তার বাড়ি উপজেলার কেশতা গ্রামে। জানাগেছে সে বরিশালে বসে এ রোগে আক্রান্ত হয়েছে। সে উপজেলার মাষ্টার হিরোনময় চক্রবর্তীর ছেলে।