শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু জোমাদ্দার (৫৫) মারা গেছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভান্ডারিয়া পৌর শহরের ৬নং ওয়ার্ডে নিজ বাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলাম এবং মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।