শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
কামরুল হাসান মুরাদ :: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় শত বছরের ঐতিহ্যবাহী রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা ও একাডেমিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ১১ দফা দাবী জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪জুন) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্রের হলরুমে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবুল হাসনাত আবদুল্লাহ। লিখিত বক্তব্য অনুযায়ী জানা যায়, উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ১৯২৭ সালে প্রতিষ্ঠিত রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সুদীর্ঘ প্রায় ৯৪ বছর যাবৎ গৌরব ও ঐতিহ্য নিয়ে এ অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ বিদ্যালয়টি বিভিন্ন দানবীর দাতাদের দানের ৯ একর জমির উপর প্রতিষ্ঠিত। কালের বিবর্তনে বিভিন্ন সময়ে অবৈধ লীজ প্রদান ও বেদখলের মাধ্যমে বিদ্যালয়ের জায়গা সংকুচিত হয়ে আসছে। যার ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সৌন্দর্য্য ব্যহত হচ্ছে। যার প্রতিফলনে এই বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন জনসাধারণ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা ও সকল সম্পত্তি রক্ষার জন্য দাবীসমূহ (১) বিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পিছনের উত্তর পার্শ্বের খাল পর্যন্ত জমিটি সীমানা প্রাচীর নির্মাণ করে একাডেমিক কার্যের উদ্দেশ্যে সংরক্ষণ করতে হবে। (২)মাঠের পশ্চিম পার্শ্বে বিদ্যালয়ের বোডির্ং পুকুর সংলগ্ন ভোকেশনাল ক্যাম্পাস থেকে ক্রীড়া পরিষদেও ভবন নির্মানের অনুমতি বাতিল করে নির্মান সামগ্রী অনতিবিলম্বে অপসারন করতে হবে। (৩) ভোকেশনাল ক্যাম্পাসের পূর্বের একাডেমিক ভবনের ভাড়া বাতিল করে একাডেমিক কার্যক্রম পুনরায় চালু সহ তৎসংলগ্ন জমি সুরক্ষায় সীমানা প্রাচীর নির্মান করতে হবে।(৪) বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠের সংকোচন রোধ ও খেলার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে। (৫) বদ্ধভূমি সংলগ্ন বিদ্যালয়ের জমিতে বিদ্যমান লীজ ও অবৈধ হস্তান্তরকৃত স্থাপনা উচ্ছেদ করে সীমানা নির্ধারন ও বিদ্যালয়ের নাম সম্বলিত সাইনবোর্ড স্থাপন করতে হবে, (৬) আফসার আলী আকন শিক্ষক-ছাত্র মিলনায়তন এর ভাড়া বাতিল করে পুনরায় মিলনায়তনটি চালু করা, (৭) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্য বরাদ্দকৃত বাসবনের দক্ষিন পার্শ্বের থানা রোড পর্যন্ত পতিত জমিতে সীমানা নির্ধারন করে সাইনবোর্ড স্থাপন করতে হবে, (৮) বিগত বছর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রদানকৃত সকল লীজ বাতিল করে উক্ত সম্পত্তি বিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যবহার করতে হবে, (৯)বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া ও পরিচালনা পর্ষদ গঠনসহ সকল প্রশাসনিক সিদ্ধান্ত ও কার্যক্রম স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, (১০) ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে অধ্যয়নরত সহ¯্রার্ধো শিক্ষার্থীর জন্য আবশ্যক প্যারেডগ্রাউন নিশ্চিত ও দীর্ঘ দিনের আলোচিত গ্রন্থাগার স্থাপন করতে হবে,(১১) ক্যাম্পাসের সম্মুখভাগে একাডেমিক পরিবেশ ও সৌন্দর্য্য বিনষ্ট করে এমন কোন উদ্যোগ, যেমন- স্টল নির্মান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মান না করার স্থায়ী সিদ্ধান্ত গ্রহন করতে হবে সহ ১১ টি দাবী তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দুলাল তেওয়ারী, তৌহিদুল ইসলাম তুহিন ও রাজীব ফরাজী প্রমূখ।