শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কিস্তি আদায়ে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আখাউড়ায় গ্রাহকদের কাছ থেকে কিস্তি আদায় করছেন এনজিও কর্মীরা। সেই সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে এনজিও কর্মী কর্তৃক গ্রাহক হয়রানির শিকার হচ্ছে বলে ও খবর পাওয়া গেছে। নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক কিস্তি আদায় করলে লাইসেন্স বাতিলের নির্দেশনার তোয়াক্কা না করেও কিস্তি আদায়ে বেপরোয়া হয়ে উঠেছেন এনজিও কর্মীরা। এরই মধ্যে কিস্তির টাকা আদায় নিয়ে গ্রাহকদের সঙ্গে এনজিও কর্মীদের উগ্র আচরণ ও ঝগড়া-বিবাদের ঘটনা ও ঘটেছে।
খোঁজনিয়ে জানা যায়, তন্তর বাজার শাখার পল্লী মঙ্গল ব্যাংক,পেইজ ব্যাংক,বিছ ব্যাংক, ব্রাক ব্যাংক, সিসিডি ব্যাংক, পদক্ষেপ ব্যাংক,এসএস ব্যাংক ও মোগড়া বাজার শাখার ব্রাক ব্যাংক, আশা ব্যাংক প্রমূখ। জোর পূর্বক কিস্তি আদায়কালে গ্রাহকগণ করোনাপ্রকোপের কথা বলে কিস্তি দিতে অপরাগতা দেখালে এনজিও কর্মীরা তাদের সাথে দূর্ব্যবহার করেন।জোর পূর্বক কিস্তি আদায়ের অভিযোগ এনে গত ২৮শে জুন আখাউড়া থানায় ভূক্তভোগী ছালেহা বেগম(৫০) বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানা অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী বলেন, জোর পূর্বক কিস্তি আদায়ের একটি অভিযোগ পেয়েছি। তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে আখাউড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসান রনি জানান, সরকারী নিষেধাজ্ঞা মতে আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত জোর পূর্বক কিস্তি আদায় করা যাবেনা। জোর পূর্বক কিস্তি আদায়ের অভিযোগ পাবার পর এনজিও প্রতিষ্ঠান গোলিকে ডাকানো হয়েছে,তারা এসে দেখা করেনি। তবে তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।