শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
করোনাভাইরাসের হনায় লন্ডভন্ড বিশ্ব। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। জানুয়ারি মাসে দেশটিতে প্রথম রোগী শনাক্ত হয়। প্রায় ৭ মাসেরও অধিক সময় ধরে করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে সেখানে। এমন পরিস্থিতির মাঝে একবারও মাস্ক পরিধান করতে দেখা যায়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি মাস্ক পরাকে ব্যক্তিগত পছন্দ বলেছিলেন। এ নিয়ে তীব্র সমালোচনার মুখোমুখিও হন তিনি।
অবশেষে শনিবার তাকে দেখা গেল মাস্ক পরা অবস্থায়। এদিন ওয়াশিংটনের একটি সেনাবাহিনীর হাসপাতালে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে আহত সৈনিক ও চিকিৎসক এবং নার্সদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে দেখা করার আগে পরে নেন মাস্ক।
এ বিষয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি যখন আপনি হাসপাতালে যাবেন, বিশেষ করে যখন আপনি অনেক সেনা সদস্যদের সঙ্গে কথা বলবেন, যাদের অনেকেই অস্ত্রোপচারের টেবিল থেকে মাত্র ফিরেছে, এসকল ক্ষেত্রে আমার মনে হয় মাস্ক পরিধান করা ভালো।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ৫৫ হাজার ৬৪৬ জন। মারা গেছে ১ লাখ ৩৭ হাজার ৪০৩ জন। সেরে উঠেছে ১৪ লাখ ৯০ হাজার ৪৪৬ জন।