শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-
সোনাগাজী উপজেলাধীন চরচান্দিয়া ও চরদরবেশ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় (উত্তর চরছান্দিয়া ও চরসাহাভিকারী) অবস্থিত জমাদার বাজারের উপর দিয়ে পূর্ব – পশ্চিম দিকে প্রবাহিত শুকুনিয়া খালের উপর ও খালের দুইপাশে পানির স্রোতধারা ব্যাহত করে, স্থানীয় দখলবাজেরা অবৈধভাবে দোকানঘর, দালান ও দেওয়াল নির্মাণ করে।
অবৈধ দখলের কারণে শুকুনিয়া খাল তার প্রশস্ততা হারিয়ে সরু নালায় পরিনত হয়। যার কারনে বর্ষা মৌসুমে উত্তর চরছান্দিয়া ও চরদরবেশ ইউনিয়নের বিশাল অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কৃষকদের চাষাবাদে নানান সমস্যা হয় ও ক্ষেতের ফসল বিনষ্ট হয়ে ক্ষতি সাধিত হয়।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়- জমাদার বাজারের বাহার মার্কেটের মালিক সৌদিআরব প্রবাসী হাজী বাহার মিয়া, সালামত উল্লাহর ছেলে মিজানুর রহমান, রাবেয়া শপিং কমপ্লেক্সের মালিক হাদিসুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম, মকবুল আহমদের ছেলে জামাল উদ্দিন, কাশেম মার্কেটের মালিক আবুল কাশেম, আবদুল হালিম মিস্ত্রীর স্বর্ণ দোকান, খালের উপর নির্মিত দোকানঘরের মালিক মকবুল আহমদ ও তার ছেলে আবদুল মোতালেব সহ আরো কয়েকজন দখলবাজ অবৈধভাবে খালের জায়গা দখল করে দোকানঘর ও ভবন নির্মাণ করেছেন।
সাম্প্রতিক সময়ে সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার ও চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন জমাদার বাজার এলাকার জলাবদ্ধতার কারণ সরেজমিন পরিদর্শন করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার জানান- জমাদার বাজার এলাকায় অবৈধভাবে খালের উপর দোকানঘর নির্মাণের মাধ্যমে খাল সংকুচিত করে জলাবদ্ধতা সৃষ্টির বিষয়ে সার্ভে করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি প্রবাহ স্বাভাবিক করা হবে।
চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন- শুকুনিয়া খাল জবরদখল করে যারা অবৈধভাবে দোকানঘর এবং বিভিন্ন ভবন নির্মাণ করেছেন প্রশাসনের সহযোগিতা নিয়ে দ্রুত সমস্যা সমাধান করা হবে।
চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু বলেন- বিগত সময়ে এই খাল খননের জন্য বহু চেষ্টা করা হয়েছিল, কিন্তু হঠাৎ কোন অদৃশ্য ইশারায় তা থেমে যায়। আমরা চাই শুকুনিয়া খালটি অবৈধ দখলমুক্ত হয়ে জলাবদ্ধতা নিরসন হয়ে স্থায়ীভাবে সমস্যার সমাধান হোক।
জমাদার বাজারের ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামীলীগ নেতা এম.এম তালেব আলী সহ এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন জানান- প্রশস্ত শকুনিয়া খাল দখল করে সরু নালায় পরিনত করার কারনে বর্ষা মৌসুমে অত্র এলাকায় চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাতে ফসল বিনষ্ট সহ চরম ক্ষতি সাধিত হয়। জমাদার বাজার এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে শকুনিয়া খালকে অবৈধ দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।