শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:- কৃষকের কৃষিকাজে যেন বিঘ্ন না ঘটে সেজন্য ফেনীর উপকূলীয় সোনাগাজী উপজেলা প্রশাসনের নির্দেশনায়, চরচান্দিয়া ইউনিয়নে বিভিন্ন খালের ১০টি অবৈধ বাঁধ অপসারণ করেন। মঙ্গলবার সকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অবৈধ বাঁধ অপসারণ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন মিলন। এইসময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য লিটন, জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বাদল। চরচান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন মিয়াজী, ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। কৃষকরা জলাবদ্ধতার কারণে তাদের কয়েক একর জমির ফসল তলিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন এই বাঁধগুলো অপসারণ করেন। চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন- জনগুরুত্বপূর্ণ এই খালটিতে বাঁধ নির্মাণ করে কৃষকদের চাষাবাদে বিঘ্ন সৃষ্টি হয়ে এমন একটি তথ্য ফেসবুক পেজে প্রকাশিত একটি লেখা নজরে আসে বিষয়টি আমলে নিয়ে আমি খোঁজ খবর নিই। ওইদিনই তিনি খালের বাঁধ নির্মাণকারীদের অপসারণ করতে নির্দেশ দেয়ার পরও অপসারণ না করায় আমি আজ নিজেই অপসারণের কাজ শুরু করি। সরেজমিনে গিয়ে দেখা যায়, খালে একাধিক অবৈধ বাঁধ দেওয়ার কারণে খালের পানি চলাচলের স্বাভাবিক প্রবাহের গতিপথ বন্ধ হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন প্রায় ১০টি বাঁধ অপসারণ করেন এবং আগামীতে কেউ যেন বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন সে ব্যাপারে কঠোর হুশিয়ারি দেন।