শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
সরাইল অরুয়াইল সড়কটি সংস্কারের জন্য শেষ মূহুর্তে এগিয়েএলেন নির্বাহী প্রকৌশলী।
গত তিনদিন আগে সরাইল-অরূয়াইল সড়ক হাওরে বিলীন হতে চলেছে শিরোনামে সংবাদ ছাপা হয় কয়েকটি পত্রিকা ও অনলাইন পোর্টালে । এরপরে নড়ে চরে বসে এলজিইডি কর্মকর্তার কার্যালয়। বৃহস্পতিবার এলজিইডি নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম ও উপজেলা এলজিইডি প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নিলুফা ইয়াছমিন ট্রাক ভর্তি করে বালির বস্তা নিয়ে হাজির হয় রাস্তাটি সংস্কারের জন্য।এসময় তারা শ্রমিক দিয়ে ৫০০শতাধিক বালির বস্তা ফেলে প্রাথমিকভাবে রাস্তাটি সংস্কার করায়।
একপর্যায়ে সড়কটি রক্ষার জন্য গত সোমবার রাত থেকেই মাঠে নেমে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এসএম মোসা।স্থানীয় চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সহায়তায় ইউএনও সড়কটি রক্ষায় বালির বস্তা সহ অন্যান্য সামগ্রি ফেলে প্রাথমিকভাবে সড়কটিকে রক্ষার ব্যবস্থা গ্রহন করেন।
সরাইল উপজেলাএলজিইডি প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোসা: নিলুফা ইয়াছমিন বলেন, আমরা আগেই রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামত করেছি। কিন্তু নদীর প্রবল ঢেউ এবং সেই সাথে নদীর পানি বাড়ার কারনে সড়কটিতে বিভিন্ন যায়গায় ভাঙন দেখা দিয়েছে।
এলজিইডি নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, সড়কটির তিন কিলোমিটার এলাকা আগেই মেরামত করা হয়েছে,যার সুফল মানুষ পাচ্ছে।তবে এখন ঢেউ এবং পানি বাড়ার ফলে বিভিন্ন যায়গায় ভাঙন দেখা দিয়েছে।যা খুবই ভয়ানক, আমরা প্রাথমিকভাবে বাঁশ এবং বালির বস্তা ফেলে রাস্তাটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে মানুষ চলাচল করতে পারে।পরবর্তীতে তা আবার স্থায়ীভাবে মেরামত করার জন্য চিন্তা করা হবে।