শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মিনারকুট গ্রামের ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মো. নাজু (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মাদক কারবারি ছিল বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। উপজেলার মনিয়ন্দ গ্রামের বাসিন্দা হোসেন মিয়ার ছেলে নাজুর বিরুদ্ধে ছয়-সাতটি মাদকের মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার থেকে নিখোঁজ ছিল নাজু। ওই দিন কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। শুক্রবার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানান, নাজুর বিরুদ্ধে ছয়-সাতটি মাদকের মামলা আছে। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে