শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ খলিল গংদের বিরুদ্ধে ইব্রাহীম (২৫) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে ।আহত ইব্রাহীম খুলনা বিএল কলেজের মাষ্টার্স ফল প্রার্থী এবং উপজেলার দক্ষিন মিঠাখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
অভিযোগে জানা যায়- দক্ষিন মিঠাখালী গ্রামের হাবিবুর রহমান গংদের সাথে ভিটা বাড়ি ও নাল সম্পত্তি নিয়া একই এলাকার খলিল গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।এ নিয়ে স্হানীয় পর্যায়ে একাধিকবার শালিস বৈঠক হলেও প্রতিপক্ষ খলিল গংরা শালিসগনদের সিদ্ধান্ত অমান্য করে রবিবার সকালে ট্রাক্টর নিয়ে বিরোধীয় জমিতে চাষাবাদ করতে গেলে কলেজ ছাত্র ইব্রাহীম ও তার পিতা হাবিবুর রহমান বাধা দেয়।এ সময় খলিলের নেতৃত্বে বশির,সিদ্দিক,মাসুম,আব্দুল্লাহসহ ১৫/২০ জন লাঠিয়াল বাহিনী রামদা,চাইনিজ কুঠার ও দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহীমকে উপুর্যপরী কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দক্ষিন মিঠাখালী মৌজার ৫৩৪ নং খতিয়ানের ১২০৫ নং দাগের ৩ একর ৯৫ শতাংশ জমির বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা চলমান আছে।খলিল গংদের বিরুদ্ধে থানার জিআর মামলা নং-১৫৪ বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, খলিল বিডিআর থেকে চাকুরীচ্যুত হয়ে এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে।এলাকায় জমি দখলসহ বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এলাকার অধিকাংশ লোকই খলিল বিহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে।মিথ্যা মামলার ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না বলেও জানান তিনি।
সুত্র বরিশাল ক্রাইম নিউজ