শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
আশুগঞ্জে ২৬শ পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ ইয়াসির আরাফাত (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইয়াসির আরাফাত কিশোরগঞ্জ পৌর এলাকার মাহবুব আলমের ছেলে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ জানান, প্রতিদিনের মত সন্ধ্যায় মহাসড়কে আশুগঞ্জ থানা পুলিশের টহল চলছিল। এসময় টোলপ্লাজা এলাকায় দুজন মোটর সাইকেল আরোহীকে সন্ধেহ হলে তাদের ধাওয়া করি। এসময় একজন দৌড়ে পালিয়ে গেলেও অপর আরোহী ইয়াসির আরাফাতকে আটক করে পুলিশ। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ৫২টি ক্যাপসুলের মত কালো প্যাকেটে মোড়ানো মোট ২৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মোটর সাইকেলটি ও জব্দ করা হয়, যার নং কিশোরগঞ্জ ল-২৬৩০।
ওসি আরো জানান, আটক ইয়াসির আরাফাতকে জিজ্ঞাসাবাদ ও মোটর সাইকেলের কাগজপত্র যাচাই করে জানা যায়, পালিয়ে যাওয়া অপর যুবকের নাম সোহানুর রহমান। সে কিশোরগঞ্জ পৌর এলাকার মনজিল মিয়ার ছেলে।
এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।