শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে। বুধবার বেলা ১১টায় ভান্ডারিয়া থানাঘাটে রুই, কাতলা ও মিনার কার্প মাছের পোনা অবমুক্ত করা হয়।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান বলেন, এই এলাকা মাছ প্রধান তাই মাছের মাধ্যমে পুলিশ জনগণের দোড়গোড়ায় পৌঁছে যাবে বলেই মৎস্য অবমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।