শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
গাজী আবুল কালাম,ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে গলায় ফাঁস দিয়ে রাশিদা (২০) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
২ আগষ্ঠ রবিবার দুপুরে উপজেলার টগড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাশিদা আক্তার ঐ গ্রামের শাজাহান হাওলাদার এর মেয়ে এবং পাড়েরহাট রাজলক্ষী স্কুল এ্যান্ড কলেজের এবছর এইচ এস সি পরীক্ষার্থী ছিল সে। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পারিবারিক স‚ত্রে জানা যায়, আজ দুপুরে রবিবার পাড়েরহাট বাজারে সে বাজার করতে যায়। বাজার থেকে বাসায় ফেরার পর নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারনে এ আত্মহত্যার ঘটনা ঘটল তা নিশ্চিত করতে পারেনি পরিবারের সদস্য কিংবা এলাকাবাসী। তবে রাশিদা বিবাহিত ছিল। কিন্তু এক বছর আগে স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে।
ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, টগড়া গ্রাম থেকে নিজের বাসায় গলায় ফাঁস দেয়া অবস্থায় রাশিদা নামে একটি মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ পিরোজপুর মর্গে পাঠানো হবে।