শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ফার্মেসীর লাইসেন্স দেখাদেখি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় হাসান মাহমুদ খন্দকার (৩০) নামে একজন আহত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বেতমোর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার রাতে মঠবাড়িয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে হাসান মাহমুদ খন্দকারের মালিকানাধীন মেসার্স জোহা ফার্মেসীর দোকানের লাইসেন্স দেখতে চায় হাওলাদার ফার্মেসীর স্বত্তাধিকারী জাকির হাওলাদার। এঘটনায় উভয়ের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায় জাকির হাওলাদার ও তার স্বজনরা মেসার্স জোহা ফার্মেসীর ভেতরে ঢুকে হাসানকে মারধর করে ও বিভিন্ন মালামাল তছনছ করে। এঘটনায় বাজারের উত্তেজীত জনতা জাকির গ্রæপকে প্রতিহত করার চেষ্টা করলে দু‘দফা মারামারির ঘটনা ঘটে।
হাসান মাহমুদ খন্দকার অভিযোগ করেন, তাকে মারধর করে দোকানে থাকা নগদ দেড় লাখ টাকা ও বিভিন্ন ওষুধের কার্টুনসহ লুট করে নেয়।
স্থানীয় সমাজ সেবক মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন আকন বলেন, হাওলাদার ফার্মেসীর স্বত্তাধিকারী জাকির হাওলাদার সম্পূর্ন অন্যায় ভাবে হাসানের ওপর হামলা চালিয়েছে।
এ ব্যপারে মুঠোফোনে জাকির হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য না করে সংবাদিকদের সাথে সরাসরি দেখা করে কথা বলার প্রস্তাব দেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক গোলাম মাওলা জানান, উভয় পক্ষ থানায পৃথক দুটি মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।