শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ উপজেলার চরচারতলার মহরম পাড়ায় একটি বাল্যবিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার।
ইউএনও জানান, চরচারতলার মহরম পাড়ায় একটি বাল্যবিয়ে অনুষ্ঠিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়। তবে যেহেতু উভয় পক্ষের অভিভাবকদের সম্মতিতে বিয়ে ঠিক হয়েছে সেহেতু তারা চাইলে এই বিয়ের চুক্তি ঠিক রাখতে পারে। তবে মেয়ের বয়স ১৮ পূর্ণ হলে বিয়ে পড়াতে হবে।
১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে কনের পিতার কাছ থেকে অঙ্গীকারনামা নেয়া হয়েছে বলে ইউএনও জানান।